এক শতকের
অধিককালের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের
প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ-এর আহ্বায়ক
কমিটির এক সভা গত ১৭ জুন রবিবার দুপুর ১টায় পূর্ব ঘোষণা অনুযায়ী এস্টোরিয়ার সুন্দরবন রেস্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০১২
সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের ঐতিহাসিক মিলনমেলার
অন্যতম সংগঠক ও কর্মকর্তা, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক
ভিপি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী
আলহাজ্ব জয়নাল হোসেন।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ-এর আহ্বায়ক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য-সচিব
আহমদুর রহমান তিফিল-এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় ঈদের পরে সম্ভাব্য
সুবিধাজনক সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের
প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নিউ ইয়র্কে একটি জাঁক-জমকপূর্ণ
প্রীতিসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা
প্রকাশেরও সিদ্ধান্ত গৃহীত হয় যেখানে রেজিস্টার্ড প্রাক্তন শিক্ষার্থীদের সচিত্র
পরিচিতি অন্তর্ভুক্ত থাকবে। প্রস্তাবিত প্রীতিসম্মেলনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার
লক্ষ্যে ন্যূনতম রেজিস্ট্রেশন ফি স্থির করা হয় ১০০ ডলার। তবে প্রস্তাব
অনুযায়ী পরিকল্পিত প্রীতিসম্মেলন এই অর্থে সম্ভব হবেনা বলে বিবেচনা
করে সাধ্যমতো বাড়তি আর্থিক সহায়তা দেওয়ার জন্য সভার পক্ষ থেকে আহ্বান জানান হয়। এই
আহ্বানে সাড়া দিয়ে সভায় উপস্থিত সদস্যগণ মিলিতভাবে প্রায় দশ হাজার ডলার প্রদানের
প্রতিশ্রুতি দেন। সভায় আশা প্রকাশ করা হয়, অনুপস্থিত সদস্যরাও
অনুরূপভাবে এগিয়ে আসবেন এবং প্রীতিসম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য আর্থিক ও
অন্যান্য সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রীতিসম্মিলনীর
উদ্বৃত্ত অর্থ এলামনাই এসোসিয়েশন এবং স্কুলের
কল্যাণে ব্যয় করা হবে।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ-কে একটি
স্থায়ী সংগঠনে রূপ দেবার ও বাত্সরিকভিত্তিতে কর্মকাণ্ড অব্যাহত রাখার সিদ্ধান্ত
হয়। এজন্য এসোসিয়েশনের সরকারি রেজিস্ট্রেশন ও ব্যাংক অ্যাকাউন্টসহ অন্যান্য
ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়। সভায় আসন্ন প্রীতিসম্মিলনী আয়োজনের
জন্য মিনহাজ আহমদকে প্রধান সমন্বয়কারী, এবং
মোহাম্মদ কাইউম, গিয়াস উদ্দীন, জামাল
এস আহমদ, মামুন জামিল ও হেলাল তরফদারকে যুগ্ম-সমন্বয়কারী মনোনীত করে অনতিবিলম্বে কাজ শুরু করার দায়িত্ব দেওয়া হয়।
সভার শুরুতে
বিশিষ্ট অতিথি, যুক্তরাষ্ট্র সফররত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের
প্রাক্তন শিক্ষার্থী আলহাজ্ব
জয়নাল হোসেনকে সবার সাথে পরিচয় করিয়ে দেন মোহাম্মদ আর চৌধুরী রানা, মোহাম্মদ
সিদ্দিকুর রহমান ফটিক, সৈয়দ বশারত আলী, কাজী আতিক আহমদ প্রমুখ। আলহাজ্ব জয়নাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ-এর আহ্বায়ক
আব্দুল জলিল।
যুক্তরাষ্ট্র
ও কানাডায় বসবাসরত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল
প্রাক্তন শিক্ষার্থীকে যথাসসময়ে নাম রেজিস্ট্রেশন এবং এলামনাই এসোসিয়েশনের
কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সভার পক্ষ থেকে আহ্বান জানানর মাধ্যমে সভা সমাপ্ত হয়।
সভায়
উপস্থিত থেকে আলাপ-আলোচনা ও সিদ্ধান্তগ্রহণে
সহায়তা করেছেন সর্বজনাব শাহাব
উদ্দীন চৌধুরী,
তরাজ মিয়া, সৈয়দ ফয়সল আহমদ,
মোহাম্মদ ছয়ফুল ইসলাম, শহীদুল ইসলাম, আব্দুল মুক্তাদির, ওবায়দুল
হক শিবলু প্রমুখ।
