অপটিমিস্টস্-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইউএসএ (ওয়াইওইউ) এবং
অপটিমিস্টস্ ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত
নতুন প্রজন্মের নেতৃত্বে ইয়াং অপটিমিস্টস্ ইউএসএ (ওয়াইওইউ) এবং অপটিমিস্টস্ ফাউন্ডেশন গঠন, পরিচালনা ব্যয় কমানোর জন্য বাংলাদেশে অপটিমিস্টস্-এর বিভিন্ন জেলা অফিস বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন, শিশু স্পন্সরশিপ কর্মসূচির যোগ্যতার ক্ষেত্রে দারিদ্র্য ছাড়াও লেখাপড়ায় কার্যসম্পাদনার প্রতি গুরুত্ব আরোপ, স্পন্সরশিপ সুবিধার ক্ষেত্রে নগদ অর্থকে প্রাধান্য দেয়া ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে গতকাল ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দি অপটিমিস্টস্-ইনক-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এস্টোরিয়ার ৩৬ এভিনিউ-এর বনফুল রেস্টুরেন্টে দি অপটিমিস্টস্-এর প্রিন্সিপ্যাল এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন সারওয়ার বি সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অপটিমিস্টস্-এর কার্যবিবরণী ও উপস্থাপন করেন অপটিমিস্টস্-এর বোর্ড অব ডাইরেক্টর্স-এর সভাপতি জনাব মিনহাজ আহমদ। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন দি অপটিমিস্টস-এর ডোনার মেম্বার তোফাজ্জল করিম, উপদেষ্টা মুজিব উর রহমান অ্যাডভোকেট এবং প্রিন্সিপ্যাল এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি আব্দুন নূর ভূইয়াঁ।সাধারণ সভায় ২০০৮ সালের আয়-ব্যয়ের অডিটকৃত হিসাব উপস্থাপন করেন অপটিমিস্টস্-এর ভাই প্রেসিডেন্ট সীতেশ ধর। সভা পরিচালনা করেন বোর্ড অব ডাইরেক্টর্স-এর সেক্রেটারি মোহাম্মদ আলী।
সভায় দি অপটিমিস্টস্-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মোহাম্মদ চৌধুরী রানা, বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণ, অপটিমিস্টস্ প্রিন্সিপ্যাল এক্সিকিউটিভ কমিটির সদস্য শামীম আহমদ বক্তব্য রাখেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন একঝাক নতুন প্রজন্মের প্রতিনিধিবৃন্দ। এদের মধ্যে বক্তব্য রাখেন সিটি কলেজ সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের ট্রেজারার তাসনিম কাজী ও সফ্টওয়্যার ডেভেলপার মাহবুবা রোমানা চৌধুরী। তাসনিম কাজী সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের উপস্থিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং তিনি তার ক্লাবের পক্ষ থেকে ৮শত ডলার অনূদান প্রদান করেন যা তারা কলেজে আনুষ্ঠানিক ফান্ড রেইজিং কমর্সূচির মাধ্যমে সংগ্রহ করেছেন। উপস্থিত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইয়াং অপটিমিস্টস্ ইউএসএ (ইউ)-এর সদস্য হওয়ার এবং সেবামূলক প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এদিন অপটিমিস্টস্-এর নবম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে একটি প্রকাশনা উপস্থিত সবার কাছে তুলে ধরা হয়।
সভায় নতুন প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য ইয়াং অপটিমিস্টস্ ইউএসএ (ওয়াইওইউ বা ইউ)-এর মাধ্যমে তরুণ প্রজন্ম বিভিন্ন সেবামূলক কর্মসূচি এবং জাগরণমূলক, সচেতনামূলক ও সাংস্কৃতিক প্রকল্পে কাজ করা ও সেসব কাজের নেতৃত্ব দেয়ার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যে কোন দেশে যেখানে অপটিমিস্টস্ কাজ করছে, সেসব দেশে একই আদর্শের সংগঠন গড়ে তোলার সম্ভাবনার কথা বলা হয়।
উপস্থিত বক্তাগণ বলেন, ২০০০ সাল থেকে একটি দায়ীত্বশীল অলাভজনক সেবামুখী সংগঠন হিশেবে অগ্রগতির যে ধারা দি অপটিমিস্টস্ দেখিয়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বাংলাদেশের দরীদ্র অসহায় শিশুদের সহায়তামূলক কর্মসূচিতে সহায়তার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করেন সভার সভাপতি সারওয়ার বি সালাম।
ইউএসএ (ওয়াইওইউ) এবং
অপটিমিস্টস্ ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত
নতুন প্রজন্মের নেতৃত্বে ইয়াং অপটিমিস্টস্ ইউএসএ (ওয়াইওইউ) এবং অপটিমিস্টস্ ফাউন্ডেশন গঠন, পরিচালনা ব্যয় কমানোর জন্য বাংলাদেশে অপটিমিস্টস্-এর বিভিন্ন জেলা অফিস বন্ধ করার সিদ্ধান্ত অনুমোদন, শিশু স্পন্সরশিপ কর্মসূচির যোগ্যতার ক্ষেত্রে দারিদ্র্য ছাড়াও লেখাপড়ায় কার্যসম্পাদনার প্রতি গুরুত্ব আরোপ, স্পন্সরশিপ সুবিধার ক্ষেত্রে নগদ অর্থকে প্রাধান্য দেয়া ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে গতকাল ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দি অপটিমিস্টস্-ইনক-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এস্টোরিয়ার ৩৬ এভিনিউ-এর বনফুল রেস্টুরেন্টে দি অপটিমিস্টস্-এর প্রিন্সিপ্যাল এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন সারওয়ার বি সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অপটিমিস্টস্-এর কার্যবিবরণী ও উপস্থাপন করেন অপটিমিস্টস্-এর বোর্ড অব ডাইরেক্টর্স-এর সভাপতি জনাব মিনহাজ আহমদ। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন দি অপটিমিস্টস-এর ডোনার মেম্বার তোফাজ্জল করিম, উপদেষ্টা মুজিব উর রহমান অ্যাডভোকেট এবং প্রিন্সিপ্যাল এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি আব্দুন নূর ভূইয়াঁ।সাধারণ সভায় ২০০৮ সালের আয়-ব্যয়ের অডিটকৃত হিসাব উপস্থাপন করেন অপটিমিস্টস্-এর ভাই প্রেসিডেন্ট সীতেশ ধর। সভা পরিচালনা করেন বোর্ড অব ডাইরেক্টর্স-এর সেক্রেটারি মোহাম্মদ আলী।
সভায় দি অপটিমিস্টস্-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মোহাম্মদ চৌধুরী রানা, বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণ, অপটিমিস্টস্ প্রিন্সিপ্যাল এক্সিকিউটিভ কমিটির সদস্য শামীম আহমদ বক্তব্য রাখেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন একঝাক নতুন প্রজন্মের প্রতিনিধিবৃন্দ। এদের মধ্যে বক্তব্য রাখেন সিটি কলেজ সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের ট্রেজারার তাসনিম কাজী ও সফ্টওয়্যার ডেভেলপার মাহবুবা রোমানা চৌধুরী। তাসনিম কাজী সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের উপস্থিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং তিনি তার ক্লাবের পক্ষ থেকে ৮শত ডলার অনূদান প্রদান করেন যা তারা কলেজে আনুষ্ঠানিক ফান্ড রেইজিং কমর্সূচির মাধ্যমে সংগ্রহ করেছেন। উপস্থিত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইয়াং অপটিমিস্টস্ ইউএসএ (ইউ)-এর সদস্য হওয়ার এবং সেবামূলক প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এদিন অপটিমিস্টস্-এর নবম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে একটি প্রকাশনা উপস্থিত সবার কাছে তুলে ধরা হয়।
সভায় নতুন প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য ইয়াং অপটিমিস্টস্ ইউএসএ (ওয়াইওইউ বা ইউ)-এর মাধ্যমে তরুণ প্রজন্ম বিভিন্ন সেবামূলক কর্মসূচি এবং জাগরণমূলক, সচেতনামূলক ও সাংস্কৃতিক প্রকল্পে কাজ করা ও সেসব কাজের নেতৃত্ব দেয়ার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যে কোন দেশে যেখানে অপটিমিস্টস্ কাজ করছে, সেসব দেশে একই আদর্শের সংগঠন গড়ে তোলার সম্ভাবনার কথা বলা হয়।
উপস্থিত বক্তাগণ বলেন, ২০০০ সাল থেকে একটি দায়ীত্বশীল অলাভজনক সেবামুখী সংগঠন হিশেবে অগ্রগতির যে ধারা দি অপটিমিস্টস্ দেখিয়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বাংলাদেশের দরীদ্র অসহায় শিশুদের সহায়তামূলক কর্মসূচিতে সহায়তার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করেন সভার সভাপতি সারওয়ার বি সালাম।
No comments:
Post a Comment